আন্তর্জাতিক ডেস্ক : দ্রুতগতির রাইড হিসেবে রোলার কোস্টার অনেকেই পছন্দ করেন। তবে এসব রাইডে দ্রুত গতির সাথে বিপদের আশঙ্কাও কম নয়। ঠিক সেরকম বিপদের মুখেই পরলো যুক্তরাষ্ট্রের কয়েকজন রোলার কোস্টার আরোহী।
স্থানীয় সময় গত সোমবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে একটি ফায়ারবল রোলার কোস্টারে যান্ত্রিক ত্রুটির কারণে তিন ঘণ্টারও বেশি সময় ধরে উল্টো ঝুলে ছিলেন আট আরোহী। উইসকনসিন রাজ্যের ফরেস্ট কাউন্টি ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন তারা। আর সেখানেই ঘটে এ দুর্ঘটনা।
ক্রান্ডন ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ব্রেনান কুক ডব্লিউজেএফডব্লিউ টেলিভিশনকে জানান, রোলার কোস্টারটিতে যান্ত্রিক সমস্যার কারণে এটি খাড়া অবস্থায় আটকে গিয়েছিল। যদিও কিছুদিন আগেই রাইডটি পরীক্ষা করা হয়েছিলো। তখন কোনো সমস্যা পায়নি বলে জানায় উইসকনসিন কর্তৃপক্ষ।
পরবর্তীতে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার ডিপার্টমেন্ট ও ক্র্যান্ডন এরিয়া রেসকিউ স্কোয়াড জানায়, রাইডের উচ্চতার কারণে এই উদ্ধার অভিযানে তিনটি শহরের দমকলকর্মীরা ক্র্যান্ডন ফায়ার ডিপার্টমেন্টকে সহায়তা করেন। পরে একটি ল্যাডার ট্রাক ব্যবহার করে আটকেপড়া আরোহীদের নামিয়ে আনা শুরু হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজনকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অ্যাসপিরাস রাইনল্যান্ডার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/বিকাল ৪:২১