ডেস্ক নিউজ : সোমবার (৩ জুলাই) দুপুরে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে রাজশাহীর মেয়রকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, সিলেটের মেয়রকে রাজশাহী শহর ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সম্প্রতি শেষ হওয়া সিটি করপোরেশনগুলোর দিকে তাকালে সেটাই স্পষ্ট হয়। সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতার জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মঙ্গা দূর করে দিয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে আছে সরকার।
কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:০৮