স্পোর্টস ডেস্ক : রশিদ খানের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আগফগানরা। লাল বলের একমাত্র ম্যাচে বিপর্যস্ত হওয়ার পর বিরতি দিয়ে আবার বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল।
তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রবিবার (২ জুলাই) ঢাকায় পা রেখেছে রশিদ খান-মোহাম্মদ নবীরা। টেস্ট সিরিজে কিছুটা দুর্বল দল নিয়ে বাংলাদেশে এলেও এবার পূর্ণশক্তির দল নিয়েই টাইগারদের বিপক্ষে লড়বে আফগানরা।
আজ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান। সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন রশিদ খান।
কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/বিকাল ৪:০৮