আন্তর্জাতিক ডেস্ক : উবারের গাড়িতে ওঠার পর এক নারী মনে করেন তিনি হয়তো কিডন্যাপের শিকার হয়েছেন। এজন্য তিনি বাঁচতে ওই ওবার চালককে গুলি করেন। শুক্রবার টেক্সাসে এ ঘটনা ঘটে বলে নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে। খবর এনডিটিভি
৪৮ বছর বয়সী ওই নারীর নাম ফোবি কোপাস। তিনি মনে করেছিলেন তাকে কিডন্যাপ করে মেক্সিকো নিয়ে যাওয়া হবে। কোপাস দাবি করেন তাকে নির্যাতন করা হয়েছে।
অন্যদিকে উবার চালকের পরিবার বলছে, গুলিতে ড্যানিয়েল পিড্রা গার্সিয়ার অবস্থা গুরুত্বর। বুধবার তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কেন্ডাকি থেকে প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য টেক্সাস আসেন ওই নারী। তখন একটি উবার ডাকা হয় সেটিতে করে তারা স্থানীয় একটি ক্যাসিনো পরিদর্শনে। কাজ শেষে আবার উবারে উঠলে ওই নারীর মনে হয় তাকে কিডন্যাপ করে মেক্সিকো নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই সে ব্যাগ থেকে গুলি বের করে ৫২ বছর বয়সী ওই চালকের মাথায় এবং কবজিতে গুলি চালায়। এতে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয়রা জানায়, এ ঘটনার পর পুলিশকে ডাকা হয়। শুধু তাই নয় ওই নারী এ ঘটনায় ছবি তার প্রেমিককেও পাঠায়।
ঘটনার পর তদন্তে নামে পুলিশ। তবে কিডন্যাপের কোনো আলামত পায়নি তারা। পুলিশ জানায়, ওই চালক গাড়িতে বসে মেক্সিকোর একটি স্থান নিয়ে ফোন কথা বলার সময় নারী যাত্রীর সন্দেহ হয়। আর এতেই সে কিডন্যাপ হয়েছেন ভেবে গুলি চালায়।
উবারের পক্ষ থেকে বলা হয়, ওউ নারী যাত্রীর কর্মকাণ্ডে তারা আশ্চর্য হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।
কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/দুপুর ১:৩৬