বিনোদন ডেস্ক : আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘প্রিয়তমা’য় শাকিবের ফার্স্ট লুক। যেটা নিয়ে আলোচনার রেশ না কাটতেই ৮০ বছরের এক বৃদ্ধের চেহারায় দেখা গেছে ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ককে।
বুধবার মধ্যরাতে ‘প্রিয়তমা’র পোস্টারটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন আলমগীর। সঙ্গে মুগ্ধতা প্রকাশ করে লিখেছেন, ‘চমৎকার কাজ করেছ শাকিব। অনেক শুভকামনা ও দোয়া রইল।’আলমগীরের পোস্টে প্রশংসার ডালা নিয়ে হাজির হন রুনা লায়লা। তিনি মন্তব্যের ঘরে লেখেন, ‘শাবাশ! দারুণ করেছ। ও আমার অন্যতম প্রিয় অভিনেতা। অনেক শুভকামনা রইল তোমার (শাকিব) জন্য।’
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৩,/দুপুর ১২:৩৩