বিনোদন ডেস্ক : চলতি বছরের ১৬ জুন ( শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পায় রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। আর এ সিনেমাতেই দর্শকদের চমকে দিয়েছেন অভিনেত্রী। কারণ, সিনেমায় রোজিনাকে এমন রূপে আগে কখনোই দেখেনি দর্শক। পৌঢ় এক মহীয়সী বীরাঙ্গনা চরিত্রে রুপালি পর্দায় ধরা দিয়েছেন রোজিনা। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে রোজিনার মেকআপ, গেটআপ ও সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।
অন্তর্জালে এ প্রসঙ্গে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। নেটিজেনদের একজন লিখেছেন, সৃষ্টিশীল ব্যবসাসফল চলচ্চিত্র এ দেশে সম্ভব, প্রমাণ করেছেন রোজিনা। আরেকজন লিখেছেন, সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছাবে।
রোজিনার এ লুকের সঙ্গে এক নেটিজেন টেনে এনেছেন শাকিব খানকেও। লিখেছেন, বুড়ো লুক শাকিব খানও করেছেন। তবে তার ওই লুক পেতে লাখ লাখ টাকা খরচ করেছেন চিত্রনায়ক। আর এ নিয়ে মাতামাতি করছে দর্শকরা, যা দুঃখজনক।
উল্লেখ্য, রোজিনা ফিরে দেখা সিনেমায় শুধু অভিনয়ই করেননি, সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বেও ছিলেন। সরকারি অনুদান পাওয়া এ সিনেমায় মুখ্য চরিত্রে রোজিনা ছাড়াও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, অভিনেতা নিরব হোসেন ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/বিকাল ৫:০৮