আন্তর্জাতিক ডেস্ক : এর আগে কলকাতা হাইকোর্ট সহিংসতা রুখতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন করার নির্দেশ জারি করে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে ই-ফাইল করে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার (২০ জুন) সুপ্রিম কোর্টের সেই আবেদনের শুনানির শুরুতেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখেন বিচারপতিরা।
এদিন বিচারপতিরা বলেন, রাজ্য সরকার নিজেই তাদের কাছে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় প্রতিবেশী ৮টি রাজ্য থেকে নিরাপত্তারক্ষী চেয়েছিল। এছাড়া নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ায় সহিংসতার ঘটনাও বিচারপতিদের নজরে এসেছে। অন্য রাজ্য থেকে পুলিশ এসে ভোটে নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের আপত্তি না থাকলে কেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাদের আপত্তি রয়েছে? এমন প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের এই আবেদনকে খারিজ বলে ঘোষণা করেন।
আগামী ৮ জুলাই রাজ্যটিতে তিনস্তরের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়ার প্রথম মনোনয়নপত্র জমা দেওয়ার পাঁচদিনেই অন্তত দশজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু রাজনৈতিক কর্মী। তৃণমূল বিরোধীদের অভিযোগ, প্রচুর সংখ্যক রাজনৈতিক কর্মীরা মনোনয়নপত্র জমা দেয়ার পর হুমকির মুখে পড়ে এলাকা ছেড়েছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রাজ্যটির রাজ্যপাল ‘পিস হাউস’ বলে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক সহিংসতার খবর নিচ্ছেন। এসব তথ্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে।
পরিস্থিতি রাজ্য সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের মধ্যে নেই বলে মনে করেন রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপির শীর্ষ নেতা ড. সুকান্ত মজুমদার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তীও রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলেন, এ সরকার জোর করে পঞ্চায়েতে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল আর সে কারণেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করাতে তাদের আপত্তি ছিল।
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্টের রায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনের অবস্থার প্রতিফলন। আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। কেন ভোটের মনোনয়নপত্র জমা দেয়ার সময়ই এত মানুষের মৃত্যু হয়। রাজ্য সরকারের প্রশাসন পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।
কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৫:৩৫