এ বছর সৌদি আরবে ২৫ লাখের বেশি হজযাত্রী সফর করবেন বলে জানান আল-বিজাভি। হজ কমিটির পরিসংখ্যান থেকে জানা যায়, এ পর্যন্ত বিভিন্ন দেশের ৭ লাখ ১৮ হাজার হজযাত্রী মদিনায় পৌঁছেছেন। এছাড়া এখন পর্যন্ত মদিনা থেকে মক্কায় গিয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৯৫৩ জন।
কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে গত কয়েক বছর হজ পালনে ছিল নানা ধরনের বিধিনিষেধ। ফলে ওই সময় রাতারাতি কমে যায় হজযাত্রী। তিন বছর পর এবার আগের অবস্থায় ফিরছে হজ। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।
এদিকে হজের সময় সৌদি আরবের মক্কা ও মদিনায় অত্যাধিক গরম এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে সেখানকার দ্য ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)। আবহাওয়ার পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, হজ পালনের সময় মক্কায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ দশমিক ৬ ও মদিনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
এনসিএম আরও জানিয়েছে, মক্কায় রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তীব্র তাপ ছাড়াও এনসিএম বাতাসের অবস্থারও পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, মক্কায় বাতাসের গড় গতিবেগ উত্তর/উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪ থেকে ১০ কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হতে পারে। ধূলিঝড়ও হতে পারে।