বিনোদন ডেস্ক : ভিডিওতে দেখা যায়, ছেলে রাজ্য মায়ের হাতে চুমু খাচ্ছে, তবে তার কণ্ঠে ছিল বাবা ডাক। মায়ের সঙ্গে দুষ্টুমির ছলে বাবা বাবা বলে ডাকছে রাজ্য। ভিডিওটি পোস্ট করা মাত্রই ভক্তদের ভালোবাসায় সিক্ত হতে থাকেন পরী ও ছেলে রাজ্য। অন্যদিকে রোববার (১৮ জুন) ভোরে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরী। তাতে কারো নাম উল্লেখ না করলেও স্বামী শরীফুলকে কটাক্ষ করে পরী যে ওই স্ট্যাটাস দিয়েছেন তা নেটিজেনদের বুঝতে বাকি নেই। সেখানে তিনি রাজের পিতৃত্ব নিয়ে কটাক্ষ করেছেন।
অনেক দিন ধরে সংবাদের শিরোনাম হয়ে আসছেন এই তারকা দম্পতি। স্ত্রী পরীমণি ও ছেলে রাজ্য থেকে বেশ কিছুদিন আলাদা শরীফুল রাজ। একের পর এক শোনা যায় সংসার ভাঙনের গুঞ্জন। এদিকে ২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রাজ। এরপর থেকে বাসায়ও ফেরেননি। এরপর বিভিন্ন গণমাধ্যমে এসে রাজের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে চান বলেও জানান পরীমণি।
তবে তাদের নিয়ে আলোচনা-সমালোচনা যেন শেষ হওয়ার নয়। হয়তো চলবে আরও অনেক দিন। এরই মধ্যে বড় হতে থাকবে তাদের ছেলে রাজ্য।
কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/বিকাল ৫:৪৫