ডেস্ক নিউজ : রাজধানীতে অগ্নিনির্বাপণে সহজেই পানির ব্যবস্থা করতে প্রতি কিলোমিটারে স্ট্রিট ফায়ার হাইড্রেন্ট (অগ্নিনির্বাপণকাজে ব্যবহৃত বিশেষ পানিকল) বসানোর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার (১৩ জুন) সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে বর্তমানে কোন স্ট্রিট ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট নেই। তবে বেসরকারি পর্যায়ে বহুতল ভবনে ও কিছু কিছু প্রতিষ্ঠানে নিজস্ব ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডের সময় পানি পাওয়ার গুরুত্ব বিবেচনায় ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে স্ট্রিট ফায়ার হাইড্রেন্ট স্থাপনে উদ্যোগ নেওয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রস্তাব দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগকে ঢাকা মহানগরীতে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
তিনি বলেন, অগ্নিদুর্ঘটনার সময় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ঢাকা ওয়াসা এবং ফায়ার সার্ভিস মধ্যে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি একটি সমঝোতা স্বাক্ষর হয়।
কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৩,/বিকাল ৩:২৪