আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি বিয়েবাড়ি থেকে ফেরার সময় এক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে বিয়েবাড়ির অতিথিসহ প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে নিখোঁজ রয়েছে।
সোমবার ভোরে কোয়ারা রাজ্যের নাইজার নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশের মুখপাত্র ওকাসানমি আজাই। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এদিকে সিএনএন জানায়, নৌকাটিতে আনুমানিক ৩০০ লোক ছিলো এবং এটি একটি গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে উল্টে যায়। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশ প্রধান আব্দুল গানা লুকপাডা বলেন, ‘সোমবার রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাঠের গুঁড়িটি পানির নিচে ছিল। নৌকাটি গুঁড়িতে ধাক্কা মারলে একেবারে দুই টুকরো হয়ে যায়। উদ্ধারকারীদের আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।”
এদিকে উদ্ধারকারীরা এখনো পর্যন্ত একশজনকে উদ্ধার করেছে বলে পুলিশের মুখপাত্র জানিয়েছেন।
স্থানীয়রা জানান, বেশীরভাগ যাত্রীর গায়ে লাইফ ভেস্টের মতো কোনও প্রতিরক্ষামূলক জিনিস না থাকায় নিহতের সংখ্যা বেশি।
নাইজার হচ্ছে নাইজেরিয়ার সবচেয়ে বড় নদী। এখানে স্থানীয় স্তরে বানানো নৌকা চলে। মাঝেমধ্যেই নৌকাডুবি হয়। কর্তৃপক্ষের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতার চেয়ে বেশি মানুষকে নিয়ে নৌকগুলি চলাচল করে। তাই দুর্ঘটনা হয়।
কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৩,/দুপুর ১:২২