আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শেষেই নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। শুক্রবার শেষবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ইশাক দার। ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী ইসহাক দার তার বাজেট পেশ করার সময় এই ঘোষণা দিয়েছেন। সরকার আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য পেনশন ১৭.৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে।
১-১৬ গ্রেডের কর্মচারীদের বেতন ৩৫ শতাংশ এবং ১৭ গ্রেডের ওপরে ৩০ শতাংশ বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকার সর্বনিম্ন মজুরি ৩২ হাজার পাকিস্তানি রুপি নির্ধারণেরও প্রস্তাব করেছে। পাকিস্তানের বেতন এবং পেনশন কমিশন সরকারকে সুপারিশ করেছিল, সরকারি কর্মচারীদের জন্য চিকিৎসা এবং পরিবহন ভাতা শতভাগ বৃদ্ধির সঙ্গে অ্যাডহক ভাতা ১০ শতাংশ বৃদ্ধি করার।
ইসহাক দার তার বক্তৃতায় বলেন, সরকার সরকারি কর্মচারীদের সমস্যা সম্পর্কে সচেতন এবং এটি মাথায় রেখে তাদের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার এখনো আকাশছোঁয়া। বিদেশি মুদ্রার রিজার্ভও প্রায় শেষ। এই অবস্থায় বৈদেশিক বাণিজ্য চালাতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিনিময় প্রথার অনুকরণে পণ্যের বিনিময়ে পণ্য ফর্মুলায় এগোতে চাইছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের অর্থমন্ত্রী মোট ১৪.৫ লাখ কোটি পাকিস্তানি মুদ্রার বাজেট পেশ করেছেন। তার মধ্যে ৭.৩ লাখ কোটি রুপিই ধার মেটানোর কাজে ব্যয় করার কথা বলা হয়েছে।
ইসহাক দার বলেছেন, ইউটিলিটি স্টোর করপোরেশনের মাধ্যমে জনগণকে দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলো সরবরাহ করার জন্য একটি ২৫ বিলিয়ন পাকিস্তানি রুপি লক্ষ্যমাত্রা ভর্তুকি কর্মসূচির প্রস্তাব করা হচ্ছে। কর্মরত সাংবাদিক ও শিল্পীদের স্বাস্থ্য বীমা কার্ড দেওয়া হবে বলে ফেডারেল মন্ত্রী জানিয়েছেন। এ ছাড়া দেশের পরিকাঠামোগত উন্নয়নে একাধিক উন্নয়নমূলক প্রকল্পে ৯৫০ কোটি পাকিস্তানি রুপি বিনিয়োগ করার কথা বলা হয়েছে।
আর্থিক সংকট কাটিয়ে বিনিয়োগকারী এবং বিদেশি ঋণদাতাদের আস্থা অর্জনের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। ঋণ দেওয়ার প্রাথমিক শর্ত হিসেবে, আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) আগেই পাকিস্তান সরকারকে জানিয়েছিল, নতুন করে কোনো জনমুখী প্রকল্প চালু করতে পারবে না তারা।
সূত্র : জিও নিউজ, আনন্দবাজার
কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৩,/বিকাল ৪:৫০