আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্য নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সমর্থন ও সরকার বিরোধীদের দমনে জন্য পূর্ব ইউরোপীয় দেশ বেলারুশের সর্বশেষ শাস্তি স্বরূপ এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।
লন্ডন বলেছে, নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্থায়নকারী মিত্র স্বৈরাচারী নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রশাসনের বেলারুশের রপ্তানিকে আঘাত করবে এবং রাশিয়ার নিষেধাজ্ঞা এড়ানোর প্রচেষ্টাকে রোধ করবে। খবর এএফপি’র।
বেলারুশিয়ান মিডিয়া সংস্থাগুলোকে ইন্টারনেট সহ যুক্তরাজ্যে প্রোপাগান্ডা ও বিভ্রান্তি ছড়াতে বাধা দেয়ার লক্ষ্যেও ব্রিটেন এসব ব্যবস্থা গ্রহন করেছে।
ব্যবস্থাগুলো সোশ্যাল মিডিয়া কোম্পানি ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের অনুমোদিত রাশিয়ান আউটলেটগুলোর মতো বেলারুশিয়ান মিডিয়া সংস্থাগুলোর ওয়েবসাইটে ও অ্যাক্সেস সীমাবদ্ধ করবে।
পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি এক বিবৃতিতে বলেন, নতুন প্যাকেজটি ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতাকে উপেক্ষা করে রাশিয়ান যুদ্ধের প্রচেষ্টাকে সহজতর করার ক্ষেত্রে লুকাশেঙ্কো ও তার প্রশাসনের উপর অর্থনৈতিক চাপ বাড়াবে।
তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতি যতদিন আমাদের সমর্থন লাগবে ততদিন পর্যন্ত তা দৃঢ়ভাবে অব্যাহত থাকবে এবং যুক্তরাজ্য পুতিনের যুদ্ধের সমর্থনকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।’
বেলারুশ ১৯৯৪ সাল থেকে লুকাশেঙ্ক শাসিত। ২০২০ সালে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ দমনের জন্য লুকাশেঙ্কোর সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা বেশ কয়েকটি পশ্চিমা দেশের মধ্যে যুক্তরাজ্য অন্যতম। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে ভূমিকার জন্য গত বছর পশ্চিমা দেশগুলো বিভিন্ন নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।
লুকাশেঙ্কো রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর জন্য বেলারুশিয়ান অঞ্চল ও আকাশসীমা ব্যবহার করার পাশাপাশি মস্কোর বাহিনীকে প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা প্রদানের অনুমতি দিয়েছেন।
সূত্র: বাসস
কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:০৯