আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রিয়ার টানেল দিয়ে ট্রেন চলাকালীন সেখানে আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ২০০ যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৪৫ জন অসুস্থ হয়ে পড়ে। ধোঁয়ার কারণে নিঃশ্বাস গ্রহণে কষ্ট হওয়ায় তাদের এমন অবস্থা হয় বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রিয়ার রেল অপারেটরের এক মুখপাত্র বলেন, বুধবার সন্ধ্যায় আল্পসের ইন্সব্রুক নগরীর কাছে একটি টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি হামবুর্গ ও আমস্টাডামের দিকে যাচ্ছিল। এতে একাধিক মোটরগাড়ি পরিবহন করা হচ্ছিল। ক্ষতিগ্রস্ত ক্যাবল থেকে এসব গাড়িতে আগুন ধরে যায়।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘স্থানীয় সময় ১০টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ১১টা ৪০ মিনিটে উদ্ধার কাজ সম্পন্ন করা হয়।
কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৩,/বিকাল ৫:২৮