আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে এক দিনে তিনটি সড়ক দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪৬ জন। বৃহস্পতিবার (০৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ বাসযাত্রী নিহত ও ৩১ জন আহত হয়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রাদেশিক পুলিশ।
বিবৃতিতে বলা হয়, জাবুলের রাজধানী কালাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু ও নারীসহ নয়জন নিহত হয়। আহত হয় ৩১ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া একইদিন মধ্য বামিয়ান এবং উত্তরাঞ্চলীয় সারি পুল প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ২৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
পাহাড়ি ও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার জন্য জরাজীর্ণ রাস্তা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও নিরাপত্তা ব্যবস্থার অভাবকে দায়ী করা হয়।
কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৩,/বিকাল ৫:২৬