রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
এতে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোহান, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী সহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেয়।
পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে জন সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রকার প্রচারণা মুলক কার্যক্রমের পাশাপাশি ১২ জুন সকাল ১০ টায় মডেল সরকারী প্রাথমির বিদ্যালয়ে চিত্রাঙ্কন এবং একই দিন দুপুরে বণিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৩,/দুপুর ১:২১