রাঙামাটিতে শ্রমিক ইউনিয়নের ৬ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
১২১
Time View
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি জেলা ট্রাক-মিনি ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতিসহ ছয় নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে শহরের পৌর ট্রাক টার্মিনালে মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মোঃ রুহুল আমিন, মোঃ সেলিম, হানিফ, আজাহার ও রহিমসহ আরো অনেকে।
বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহলের প্রত্যক্ষ ইঙ্গিতে কতিপয় ব্যক্তি কর্তৃক জনপ্রিয় শ্রমিক নেতা রুহুল আমিনসহ ছয়জন শ্রমিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই ধরনের মিথ্যা মামলার মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন থেকে দমিয়ে রাখা যাবেনা। বক্তারা অবলম্বে শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, কোর্ট যে মামলা করা হয়েছে তা প্রত্যাহার করে নিন অন্যথায় সকল শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।