জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে চকলেটের লোভ দেখিয়ে আলেয়া বেগম (ছদ্মনাম) (৩০) নামে এক প্রতিবন্ধী নারীকে বারংবার ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রবিউল ইসলাম (৩০) এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে ওই প্রতিবন্ধী নারী তিন মাসের অন্তঃসত্ত্বা। বুধবার (৭ জুন) দুপুরে ভুক্তভোগীর মা সোবেদা খাতুন বাদী হয়ে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত রবিউল ইসলাম একই গ্রামের আব্দুস সালাম মিনুর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, আলেয়া বেগম (ছদ্মনাম) জন্মের পর থেকেই মানষিক প্রতিবন্ধী। এই সুযোগকে কাজে লাগিয়ে যৌন লালসায় অভিযুক্ত প্রতিবেশী রবিউল ইসলাম তাদের বাড়িতে প্রায়ই যাতায়াত করতো।
গত ২২ মার্চ বিকেলে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মহিষখোচা ইউনিয়নের ইসলামাবাদ জামে মসজিদের পিছনে বুলু মিয়ার ফাকা ঘরে নিয়ে যায় এবং সেখানে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে আর কোনদিন চকলেট দিবে না। পরবর্তী বিভিন্ন যায়গায় কৌশলে খাবারের লোভ দেখিয়ে আরও ৪/৫ দিন ধর্ষণ করে এবং কাউকে বলতে নিষেধ করে হুমকি দেয়। এর কিছুদিনের মধ্যেই প্রতিবন্ধী ওই নারীর চালচলনে পরিবর্তন দেখা যায়। বিষয়টি তার মা ও প্রতিবেশী মহিলারা তাকে জিজ্ঞেদ করলে এক পর্যায়ে ভুক্তভোগী নারী তাকে ধর্ষণের বিষয়টি জানায়।
এ বিষয়ে ভুক্তভোগীর মা সোবেদা খাতুন বলেন, আমরা গরীব মানুষ। প্রতিবন্ধী মেয়ে হওয়ার তার বিয়েও দিতে পারিনাই। কোন রকমে খেয়ে পরে জীবন চালাই। আমার মেয়ের এত বড় সর্বনাশকারীর শাস্তি চাই। ভুক্তভোগীর ভাই শহিদার রহমান বলেন, আমার বোন এলাকায় সবাই পাগলি হিসেবেই জানে। সে কিছুই বুঝেনা। তার এই সুযোগ নিয়ে অন্যায় করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রতিবন্ধী ওই নারীর মা অভিযোগ দুয়েছেন। বিকেলে ভুক্তভোগীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল ডাক্তারি পরীক্ষা করে বিজ্ঞ আদালতে জবানবন্দির ব্যবস্থা করা হবে। আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৩,/বিকাল ৪:০০