আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে” এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমারে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্লাস্টিক পণ্য অপসারণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। পল্লীশ্রী,পরিবেশ প্রকল্প আয়োজিত বিএমজেড ও নেট্জ বাংলা’র সহযোগিতায় সোমবার (৫জুন) সকাল ১০টায় উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি এলাকা পরিদর্শন শেষে পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
পল্লীশ্রী,পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শামসুল হকের সভাপতিত্বে এ্যাডভোকেসি এসিস্ট্যোন্ট হুমায়ারা মৌ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৪নং জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াৎ হাবিব বাবু। এ সময় প্রকল্পের জেলা সমন্বয়কারী মকিম চৌধুরী, ইউপি সদস্য সানোয়ার আলী, আকবর আলী, নুর আলম, গোলাপী বেগম, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর রাজু মিয়া, শামিমা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৩টি ইউনিয়নের দূর্যোগ সেচ্ছাসেবকগণ অংশগ্রহন করেন। আলোচনা শেষে পরিবেশ রক্ষায় পরিষদ এলাকার প্লাস্টিক ও পোলেথিন দ্রব্য অপসারণ করে বস্তায় ভরে চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন। চেয়ারম্যান নিজ উদ্দ্যোগে এলাকায় ৬টি ডাসবিন স্থাপন করবে বলে জানান। পরে প্রকল্পের পক্ষ থেকে অতিথিদের মাঝে গাছের চারা বিতরণ করে বৃক্ষ রোপন কর্মসূূচি পালন করা হয়।
কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৩,/বিকাল ৫:১৪