বিনোদন ডেস্ক : ‘অন্তর্জাল’ ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকের আগ্রহ ছিল। এবার টিজারের মাধ্যমে তা আরও ত্বরান্বিত হলো। শনিবার (৩ জুন) প্রকাশ করা হয়েছে ‘অন্তর্জাল’ টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের ঝলকটি সাইবার দুনিয়ার রহস্যে ভরপুর। তাই উন্মুক্ত হওয়ার পর থেকেই দর্শক টিজারটির প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব, টিজারের নিচে দর্শকের ইতিবাচক মন্তব্যে সেটাই প্রমাণ হচ্ছে।
ছোট্ট এই ঝলক দেখে আঁচ করা যায়, বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ। আর সেই ঝুঁকি মোকাবিলায় যোদ্ধার মতো কাজ করে কয়েকজন তরুণ। কিন্তু হামলাকারীর হুমকি, ‘এটা কেবল শুরু!’টিজারে ছবির লোকেশন, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা সেট ডিজাইন সব কিছুই দর্শককে আকৃষ্ট করছে। অনেকে কাজটিকে আন্তর্জাতিক পর্যায়ের বলেও মন্তব্য করছেন।
নির্মাতা দীপংকর দীপন বলেছেন, ‘এই ছবির পরতে পরতে টুইস্ট। ভিএফএক্সের কাজও ডিটেইলে করা হয়েছে। কোনও কিছুতে আমরা ছাড় দেইনি। আন্তর্জাতিক সাইবার-থ্রিলার ছবিগুলো যে মানের হয়, আমাদের ‘অন্তর্জাল’ও তেমনই।’জানা যায়, বাংলাদেশসহ কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে একযোগে মুক্তি পাবে ‘অন্তর্জাল’। এ ছাড়া ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
উল্লেখ্য, এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।
কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৩,/রাত ৮:৪৮