স্পোর্টস ডেস্ক : আগামী ৭ জুন শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচে নতুন জার্সিতে খেলবে বিরাট কোহলি, রোহিত শর্মারা।
ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর হিসাবে সম্প্রতি পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। অনুশীলন জার্সি তারা আগেই প্রকাশ করেছিল। এ বার ম্যাচের জার্সিও সামনে এলো।
শুধু টেস্টই নয়, টি-টোয়েন্টি এবং ওয়ানডে সংস্করণের জন্যও ভারতের নতুন জার্সি প্রকাশ্যে এসেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছাড়াও এ বছর ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। ঘরের মাঠে ভারতকে নতুন জার্সিতে খেলতে দেখা যাবে দলটিকে।
টেস্ট ক্রিকেটের জার্সি চিরাচরিত সাদা। কোহলিদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জার্সির রং আকাশি নীল। তবে ওয়ানডের জার্সির রং তুলনায় গাঢ়। জার্সি দুটির নকশাও আলাদা। আগের রঙের সঙ্গে রয়েছে পার্থক্য।
কোহলিদের নতুন জার্সির ডিজাইন করেছেন আকিব বানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের জার্সিও তারই ডিজাইন করা।
কোহলিদের মতো হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারাও এ বার থেকে পরবেন নতুন জার্সি।
কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/বিকাল ৫:৩৮