আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং রাজনীতি থেকে সরিয়ে দিতে তৎপর হয়েছেন পিটিআই থেকে পদত্যাগ করা কিছু নেতা। আর এর নেতৃত্বে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
গত ৯ মে ইমরানকে গ্রেফতার পরবর্তী সহিংসতার জন্য ব্যাপক ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। এর জেরে পদত্যাগ করেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারি, ইমরান ইসমাইল, আমীর কিয়ানি এবং মেহমুদ মৌলভীর মতো সিনিয়র নেতারা।
কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩০