রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁওয়ে : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উত্তর গাঁও ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের ও সরকারি চাকুরিজীবীদের সংবর্ধনা ও সন্মাননা স্বারক প্রদান করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রানীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা।গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী কমিশনার ( ভুমি) ইন্দ্রজিৎ সাহা । চীফ মোটিভেশনাল অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি রবিউল ইসলাম সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরিদ, রানীশংকৈল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, বিএনপি নেতা,মমতাজ উদ্দিন, উত্তর গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, মহিলা কলেজের প্রভাষক মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা, তারেক আজিজ ও সংগঠনটির সভাপতি ফারুক হোসেন ও মামুনুর রশীদ মামুন সহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ ।
এছাড়াও সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারি চাকুরিজীবী ও স্থানীয় অভিভাবক গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর গাঁও ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সুজন আলী । অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সন্মাননা স্বারক তুলে দেন আয়োজকরা।