জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে ৩৩ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলাম ও মশিয়ার রহমান নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।গ্রেফতারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বোতলা ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে শফিকুল ইসলাম ও একই এলাকার আব্দুল মজিদের ছেলে মশিয়ার রহমান।আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান,গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার ভাদাই ইউনিয়নের কিসামত বড়াইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/সকাল ১০:৫১