ডেস্ক নিউজ : ঈদ উপলক্ষ্যে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তার জন্য বরিশালের ৪০টি লঞ্চ ঘাট, স্পিডবোট ঘাট ও ট্রলার ঘাটে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সড়ক পথেও ঈদে ঘরমুখি জনসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশ প্রয়োজনীয় সব স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।
মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন-শৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময়সভায় এসব কথা বলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপপিএম।
কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২৪