মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার মালিপাড়া রেলঘুমটি সংলগ্ন হীয়া জুয়েলার্সে দিনের বেলায় ৪ ভরি সোনা ও নগদ ৪৬ হাজার টাকার ব্যাগ চুরি করে পালিয়েছে মোটর সাইকেল আরোহী দুইজন চোর।
গতকাল ১৪ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে প্রতিদিনের ন্যায় হীয়া জুয়েলার্সের মালিক অমল চন্দ্র রায় তার দোকানের স্যাটার খুলে পাশের টিউবওয়েলে পানি আনতে গেলে এরই মধ্যে মোটর সাইকেল আরোহী দুই যুবক তার দোকানে থাকা স্বর্ণালংকার ও টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে দোকান মালিক ও স্থানীয়রা মোটর আরোহী চোরকে ধাওয়া করলেও তাদের ধরা যায়নি।
এব্যাপারে হীয়া জুয়েলার্সের মালিক বোচাগঞ্জ থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন। দিনের বেলায় এই ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ী মহলের মাঝে ব্যাপক আতংক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মতিয়ার রহমান।
কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০৮