নিজস্ব প্রতিবেদক : “স্মার্ট বংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পুঠিয়া উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ মার্চ শুক্রবার পুঠিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে শোভাযাত্রা, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মুনসুর রহমান এমপি,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ, পুঠিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অংশগ্রহণে অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ আবদুল মতিন মুকুল ভাইস চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ রাজশাহী, মোঃ ফরিদুল ইসলাম ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা অফিসার পুঠিয়া উপজেলা রাজশাহী,অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সভাপতি পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ, মোঃ আসাদুজ্জামান মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ, মোঃ আরিফুল ইসলাম,ওয়ার হাউজ অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পুঠিয়া রাজশাহী,শাহরিয়ার রহিম কনক, সাধারণ সম্পাদক পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ, আশরাফুল খান ঝন্টু, চেয়ারম্যান পুঠিয়া ইউনিয়ন পরিষদ, অনুষ্ঠানে সঞ্চালনা করেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব
প্রধান অতিথির বক্তব্যে কালে সাংসদ মুনসুর রহমান বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকার অনেক বেশি সক্ষম। দুর্যোগে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। তাই এ ব্যাপারে সকলকে নিজ নিজ স্থান থেকে আরো বেশি বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি ।