নিজস্ব প্রতিবেদক : আজ রাজশাহী পুঠিয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নামে এবং স্বাস্থ্য সেবা জনগনের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমানের সার্বিক তত্বাবধানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা (১০মার্চ) শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পুঠিয়া সরকারি পরেশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা-২০২৩ অনু্ষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আলী মাজরুই রহমান, মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) পুঠিয়া থানা। আ: মতিন (মুকুল) ভাই চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ, আশরাফ খাঁন ঝন্টু, চেয়ারম্যান পুঠিয়া (সদর) ইউনিয়ন পরিষদ, মোঃ জিল্লুর রহমান, চেয়ারম্যান ভালুকগাছী ইউনিয়ন পরিষদ, হোসনেয়ারা বেগম, চেয়ারম্যান জিউপাড়া ইউনিয়ন পরিষদ,অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সভাপতি পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ,অ্যাডভোকেট জমশেদ আলী, সাবেক সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগ।
মোঃ আহসানুল হক মাসুদ, (সাবেক) সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ। খ ম শারিয়ার রহিম কনক, সাধারণ সম্পাদক পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ, মাহফুজুর রহমান (ডলার) সাধারণ সম্পাদক ৬নং জিউপাড়া ইউনিয়ন পরিষদ। মোঃ হাবিবুর রহমান (হাবিব) সাবেক সভাপতি রাজশাহী জেলা ছাত্রলীগ। মোঃ সাকিবুর রহমান মিঠু, (সাবেক) সভাপতি পুঠিয়া উপজেলা ছাত্রলীগ। চক্ষু চিকিৎসা নিতে আসা অসহায় গরিব, দুঃখী, মানুষের খোঁজ খবর নেন সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মুনসুর রহমান এমপি।
কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৮:৪৩
সম্পর্কিত সকল খবর পড়ুন..