বিনোদন ডেস্ক : প্রথম সন্তানের নাম তৈমুর আলী খান রেখেছেন সাইফ। পতৌদি পরিবারের এই সদস্যের জন্মের দুবছর পর তার নাম বদলে অন্য কিছু দেওয়ার চিন্তা করেছিলেন সাইফ।তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউড স্টার? আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, তৈমুর স্বভাবে অনেক বেশি পরিণত, আচরণও শিশুসুলভ নয়, কখনও হাসে না। মাঝেমাঝেই ফটোগ্রাফারদের সামনে অদ্ভূত আচরণ করে— এমন অভিযোগ উঠলেও জন্ম থেকেই বিতর্কে সেই তারকাসন্তান।
আর এর একমাত্র কারণ তার নাম। ছেলেকে নিয়ে অনেক অপ্রিয় কথা শুনতে হয়েছে সাইফ আলি খান এবং কারিনা কাপুরকে। শর্মিলা ঠাকুরের কানেও এসেছে নাতির নামকরণের বিরুদ্ধে নানা মন্তব্য। ইতিহাসে কুখ্যাত লুন্ঠনকারীর নামে কেউ বংশধরের নাম রাখে নাকি? সম্প্রতি এক সাক্ষাৎকারে পুত্রবধূর হয়ে মুখ খুললেন সাইফের মা শর্মিলা।
২০১৬ সালের ডিসেম্বর মাস। ২০ তারিখে জন্ম নেয় কারিনা-সাইফের প্রথম সন্তান তৈমুর। সে সময় মশাবাহিত জ়িকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। তাই কেউ কেউ মন্তব্য করেছিলেন, ‘তৈমুরের জন্ম দেওয়ার চেয়ে কারিনা জ়িকায় আক্রান্ত হলে আর বাচ্চাটা জন্মাত না। সেই প্রসঙ্গ টেনে সম্প্রতি এক অনুষ্ঠানে শর্মিলা বলেন, ‘সবাইকে খুশি করে চলা যায় নাকি! তাই চেষ্টা করারও মানে হয় না।’
সাইফকেও এক সাক্ষাৎকারে তার ছেলের নাম নিয়ে জিজ্ঞাসা করা হয়। সাইফ তখন বলেন, ‘আমি আর আমার সহকারী এ নিয়ে ভাবনা চিন্তা করে রাজিও হয়ে যাই। তৈমুরের তখন ২ বছর বয়স। নামবদলের জন্য একটা লিখিত আবেদন সাজিয়ে ফেলি আমরা। কিন্তু আবার আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে আসি।’মূলত নামের সমালোচনা ও লোকমুখে কটু কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন বলিউড স্টার।
কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/দুপুর ২:০০