স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগের ম্যাচে আল–বাতিনের বিপক্ষে মাঠে নামে আল নাসর। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচটিতে অবিশ্বাস্যভাবে ৩-১ গোলে জিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ১–০ গোলে পিছিয়ে ছিল আল নাসর। কিন্তু অতিরিক্ত মিনিটে ৩ গোল করে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
এতে নিশ্চিত হারের মুখে থাকা ম্যাচে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে আল নাসর পায় দুর্দান্ত এক জয়। দারুণ এ জয়ের পর আল নাসরের উদ্যাপনও হয়েছে বাঁধভাঙা। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি লিখেছেন- ‘শেষ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। এগিয়ে চলো।’জয়ের পর রোনালদোর মতো একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আল নাসর কোচ রুডি গার্সিয়াও।
কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/দুপুর ২:০০