স্পোর্টস ডেস্ক : দেশের অ্যাথলেটে দ্রুততম মানব ইমরানুর রহমান। তিনি আবার বাংলাদেশ সেনাবাহিনীর চুক্তিভিত্তিক অ্যাথলেট। এশিয়ান ইনডোরে গত ১১ ফেব্রুয়ারি প্রথমবার স্বর্ণ জিতেন ইমরান। আর সে কারণে রবিবার সন্ধ্যায় যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ইমরানুরের হাতে তুলে দেন ১১ লাখ টাকার চেক। এই দিনটি ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি অ্যাথলেটের কাছে স্বরণীয় হয়ে থাকবে অন্য কারণে। যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে ডেকে নেন এশিয়ান ইনডোরে সোনাজয়ী এই অ্যাথলেটকে। গলায় ঝোলানো ইমরানুরের পদকটি নেড়েচেড়ে দেখেন প্রধানমন্ত্রী।
গর্বের সেই মুহূর্ত কেমন ছিল? ইমরানুরের ঘোর যেন এখনো কাটছে না, ‘মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার পদকটা হাত দিয়ে ছুঁয়ে দেখছিলেন, সেই মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল! তিনি বলছিলেন, ওয়েল ডান। আমি এশিয়ান ইনডোরে সোনা জেতায় প্রশংসা করেছেন। তিনি খুশি হয়েছেন এবং বলেছেন, আমাকে সব রকমের সহযোগিতা করবেন। এটা আমার জন্য সত্যি গর্বের মুহূর্ত।’
১৫ ফেব্রুয়ারি কাজাখস্তান থেকে সরাসরি বাংলাদেশে চলে আসেন ইংল্যান্ডপ্রবাসী অ্যাথলেট। দেশে ফেরার পর প্রথমে অ্যাথলেটিকস ফেডারেশন তাকে সংবর্ধনা দেয়। পাশাপাশি তাকে ১০ লাখ টাকা অর্থ পুরস্কারও দিয়েছে ফেডারেশন। সেদিন তাঁকে আরও ৫ লাখ টাকা দিয়েছিল এনআরবিসি ব্যাংক। সবার ভালোবাসায় মুগ্ধ ইমরানুর বলেছেন, ‘এত সব আয়োজনে আমি আনন্দিত। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০