মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(প্রতিনিধি)দিনাজপুর : ”স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” প্রতিবাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো প্রণিসম্পদ প্রদর্শনী। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল আয়োজিত দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।গতকাল ২৫ ফেব্রয়ারী শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম।
এসময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, কৃষি কর্মকর্তা নয়ন চন্দ্র সাহা, মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু কায়েস বিন আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। এরপর বিকাল ৩ টায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়। সমাপনী অনুষ্ঠানে স্টল ও প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫৭