শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার মারাদিঘী গ্রামের মো. মাহবুবুল ইসলাম পরশ ও তার স্ত্রী মুসলেহা অবৈধ পথে অর্থ উপার্জন করে বিলাসবহুল বাড়ি এবং বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। এ ব্যাপারে শনিবার দুপুরে নেত্রকোনা পৌর সভার কাটলী গ্রামে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান খানের বািিড়তে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলন করেন মো. মাহবুবুর রহমান হিমেলসহ তিনজন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মাহবুবুল ইসলাম পরশ একজন সাধারণ মানুষ। তিনি কিছুদিন আগেও স্থানীয় ভাই ভাই জর্দা কোম্পানীতে ম্যানেজার পদে চাকুরী করতেন। তিনি অল্প দিনের মধ্যে শত কোটি টাকার মালিক হয়েছেন। তিনি এলাকার বিভিন্ন স্থানে নিজের ও পরিবারের সদস্যদের নামে জায়গা জমি কিনেছেন। এমনকি নেত্রকোনার বাইরে ঢাকা এবং অন্য জেলা শহরেও নামে বেনামে তার অনেক প্রপার্টি আছে। যার কোন বৈধ উৎস নেই। তার সম্পদের উৎস জানতে এবং সরকারের রাজস্ব দেওয়ংার ব্যাপারে তাকে জিজ্ঞাসিাবাদের আওতায় নেওয়ার জন্য মো. মাহবুবুর রহমান হিমেল, সাজ্জাদ ও শেখ সাহেদ গত বছরের ২০ ফেব্রুয়ারী জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন।
পরবর্তী সময়ে পরশ অসাধূ ব্যক্তির যোগসাজসে তাদের স্বাক্ষর জাল করে অভিযোগ প্রত্যাহার কাগজ সৃষ্টি করে দেখানো হয়। যা আদৌ সত্য নয়।মো. মাহবুবুল ইসলাম পরশ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বৈধভাবে কাজ করে সম্পত্তি করেছি। আমার বিরুদ্ধে ষঢ়যন্ত্র করা হচ্ছে। এ নিয়ে আদালতে মামলা চলমানি আছে। ওরা আমার কাছে চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ার আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে।
কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৪