রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ধর্মগড় -ও দেবীগঞ্জ চেকপোষ্ট এলাকায় স্থলবন্দর চালুর দাবীতে ২৩শে ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী।
এসময় সেখানে বক্তব্য রাখেন রানীশংকৈল উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল,রাতোর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের , অ্যাডভোকেট মেহেদী হাসান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন ভারতের সাথে বৈদেশিক বাণিজ্য ও বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি করার জন্য এই স্থলবন্দর চালু করতে হবে । স্থলবন্দরটি চালু হলে ধর্মগড় সহ উত্তরবঙ্গের সাথে ভারতের একটি বানিজ্যিক অঞ্চলে পরিনত হবে এতে ঐ এলাকার সাধারণ লোকজনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে। মানববন্ধন শেষে সাংবাদিকদের আয়োজক কমিটি জানায় ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয় ।
কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৫