স্পোর্টস ডেস্ক : বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় মিরপুর থেকে সংবাদ সম্মেলনে যোগ দেন চান্ডিকা হাথুরুসিংহে। এসময় তার ফিরে আসা, নতুন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে হাথুরু বলেন, ‘আমি চলে যাওয়ার পরেও বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেছি। সময়মতো অনুসরণ করেছি। এখানকার অনেক খেলোয়াড় এবং কর্মকর্তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। যেহেতু বাংলাদেশেই আমি প্রথম আন্তর্জাতিকভাবে কাজ শুরু করি, সেহেতু অনেক বেশি দুর্বলতা রয়েছে দেশটির ক্রিকেটের প্রতি।’
ফিরে আসার বিষয়ে তিনি বলেন, ‘আমার মাথায় মাঝেমধ্যে কাজ করত, একদিন হয়তো আবার বাংলাদেশে ফিরে যাবো। কোনো একদিন সেই সুযোগটি আসবে। আমি কখনই ভাবিনি, এত তাড়াতাড়ি ফিরে আসার সুযোগ পেয়ে যাবো।’
এ বিষয়ে প্রধান কোচ আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে বিসিবি সভাপতি ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়। তখন মনে হয়, ফিরে আসার জন্য এটি উপযুক্ত সময়। তাই আমি মনে করি সঠিক সময়ে এখানে এসে যোগ দিয়েছি। আমি যেখানে ছিলাম, সেখানকার সিজন শেষ করেত আসতে চাইলে অনেক দেরি হয়ে যেত।’
কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৮