বিনোদন ডেস্ক : বলিউডে এযাবৎকালে ভারতীয় সেনাবাহিনী এবং বীর যোদ্ধা নিয়ে বহু ছবি তৈরি হয়েছে। ‘লক কার্গিল’ থেকে শুরু করে সেই তালিকায় নাম রয়েছে বহু ব্লকবাস্টার সিনেমার। তবে আপনি কি জানেন, বি টাউনের এমন অনেক তারকা রয়েছেন যারা সত্যি সত্যি একসময় ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতেন?
এ আর রহমান
তালিকার প্রথম নামটিই হলো অস্কারজয়ী ‘এ আর রহমানের’। নিজের সংগীত প্রতিভার মাধ্যমে বিপুল জনপ্রিয়তা আদায় করা এই শিল্পী একসময় প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করতেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার বিমান চালাতেন এ আর রহমান। পরে অবশ্য সংগীতের প্রতি টানের জন্য সেই চাকরি ছেড়ে দেন তিনি।
আনন্দ বক্সী
‘মেহেন্দি লাগাকে রাখনা’, ‘কুছ তো লোগ কহেঙ্গে’র মতো একাধিক জনপ্রিয় গানের গীতিকার আনন্দ বক্সীর নামও এ তালিকায় রয়েছে। একসময় তিনি ভারতের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করতেন। নৌবাহিনীতে দু-বছর চাকরি করেছিলেন তিনি।
বিক্রমজিৎ কানওয়ারপাল
‘মার্ডার ২’, ‘যাব তাক হ্যায় জান’সহ একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন বিক্রমজিৎ। বলিউডের এই জনপ্রিয় অভিনেতাও একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন। অবসর গ্রহণ করার পর বিক্রমজিৎ বলিউডে এসে নিজের অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ করেন।
গুফি পেন্টাল
‘মহাভারত’-এ শকুনি মামার চরিত্রে গুফিকে দেখেছিলেন দর্শক। জনপ্রিয় এই অভিনেতা একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ১৯৬২ সালে যখন ভারত-চীন যুদ্ধ হয়, তখন কলেজ থেকে সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছিল। সেই সময় তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরে অবশ্য সেই চাকরি ছেড়ে বলিউডে পা রাখেন গুফি।
মোহনলাল
দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার মোহনলালের নামও এ তালিকায় রয়েছে। সাউথ সুপারস্টার লেফটেন্যান্ট কর্নেল উপাধি পেয়েছিলেন। ২০০৮ সালে তাকে ভারতীয় সেনার পক্ষ থেকে সাম্মানিক পদে নিয়োগ করা হয়েছিল। উল্লেখ্য, মোহনলাল লেফটেন্যান্ট কর্নেল উপাধি পাওয়া প্রথম ভারতীয় অভিনেতা। তার আগে এই সম্মান আর কেউ পাননি।
রুদ্রশিস মজুমদার
‘ছিছোরে’ থেকে শুরু করে ‘জার্সি’ সাম্প্রতিক অতীতে বহু সুপারহিট ছবিতে রুদ্রশিসকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। বি টাউনের এই সুদর্শন অভিনেতাও একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন। রুদ্রশিস ভারতীয় সেনার মেজর পদে চাকরি করতেন। পরে এই চাকরি ছেড়ে বলিউডে পা রেখেছিলেন তিনি।
কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৮