বিনোদন ডেস্ক : ২১ ফেব্রুয়ারি পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। কিন্তু এই দিনে কখনো পরিচালকের মা-বাবা তার জন্মদিন পালন করেননি। সম্প্রতি স্টার জলসায় সম্প্রচারিত ‘গোধূলি আলাপ’ সিরিয়াল-এর শুটিং ফ্লোরেই রাজের জন্মদিনের কেক কাটার ভিডিও প্রকাশ পেয়েছে। নিজের ইনস্টাগ্রামে আগাম জন্মদিন উদ্যাপনের ভিডিও শেয়ার করেন রাজ চক্রবর্তী। সেখানেই তিনি জানান, কেন এই আগাম উদ্যাপন?
আসলে তিনি যে বছর জন্মগ্রহণ করেন, সেই বছরের ২১ তারিখ ছিল শিবরাত্রি। তাই প্রতিবছর শিবরাত্রির দিনই ছেলের জন্মদিন পালন করেন রাজের মা। ভিডিওতে রাজ বলেন, জন্মদিনের তারিখটা তার মা-বাবার মনে থাকত না। তাই শিবরাত্রির দিন হিসেবে তার জন্মদিন মনে রাখতেন তারা। রাজ আরও জানান, শিবরাত্রির দিন জন্মেছিলেন বলেই তাকে বাড়িতে শিবু বলে ডাকা হয়।
এদিন ‘গোধূলি আলাপ’-এর শুটিং ফ্লোরেই কেক কেটে উদ্যাপিত হলো রাজের জন্মদিন। কেননা, সেদিনও ছিল শিবরাত্রি। জন্মদিনের ভিডিওর সঙ্গে ক্যাপশনে রাজ লেখেন, “জন্মদিনের আগেই জন্মদিন। টিম ‘গোধূলি আলাপ’-কে অনেক ধন্যবাদ।” বিগত কয়েক সপ্তাহ ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের শুটিং নিয়ে খুবই ব্যস্ত ছিলেন পরিচালক।
যে সিরিজের সেটে ছেলে ইউভানকে দেখা গিয়েছে পরিচালকের চেয়ারে। যেখানে সে-ও তুমুল উত্তেজিত। হাতে মাইক নিয়ে ‘অ্যাকশন কাট’ বলতে শোনা গিয়েছে রাজ ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র সন্তানকে। নিজের টিমের কাছ থেকে পাওয়া এই চমকে খুবই খুশি পরিচালক। তবে ২১ ফেব্রুয়ারি স্ত্রী শুভশ্রী রাজের জন্য কী পরিকল্পনা করে রেখেছেন, ভক্তরা তারই অপেক্ষায় রয়েছেন।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৮