এম এ রহিম চৌগাছা (যশোর) : বাংলাদেশ ইসলামী ব্যাংক যশোরের চৌগাছা শাখার উদ্যোগে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। রবিবার বিকেলে ব্যাংক ভবণে এ মতবিনিময় সভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থ্যাপক মাহফুজুল হক। মতবিনিময় সভায় বক্তৃতা করেন ইসলামী ব্যাংক চৌগাছা শাখার সেকেন্ড অফিসার জামাল উদ্দীন, চৌগাছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, নবকিশালয় প্রিক্যাডেট স্কুলের প্রধান আবুল কালাম আজাদ, আদর্শ এডাস প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক তিতুমির রহমান, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক নাসির উদ্দীন, গুয়াতলী দাখিল মাদ্রাসার সহ-শিক্ষক মাও. আব্দুল আলীম, চৌগাছা কামিল মাদ্রাসার সহ-শিক্ষক মাও. ফকরুল ইসলাম, তরিকুল ইসলাম পৌর কলেজের প্রভাষক হাসিবুর রহমান। সভায় আরো বক্তৃতা করেন ইসলামী ব্যাংক চৌগাছা শাখার অফিসার ফারুক হোসেন, আব্দুল হাকিম, নুরুন্নবী ও হাসান কবীর প্রমুখ।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফিস কালেকশন, স্টুডেন্ট একাউন্ট ও প্রতিষ্ঠানের স্থায়ী হতবিল জমা রাখাসহ বিভিন্ন বিয়য়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩০