শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮১১ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ এর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল। পঠিত লেখার উপর আলোচনা করেন ছড়াকার আতাউর রহমান বঙ্গী ও কলামিস্ট জুঁই ইসলাম।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক, ছড়াকার কবির আশরাফ, প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার সাজিদুর রহমান, ছড়াকার ফতহুল করিম, গীতিকার মোবারক হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।
কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৫