বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে হাফিজুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।আজ রোববার সকালের দিকে আখাউড়া-চট্রগ্রাম রেলপথের গঙ্গাসাগর নতুন রেলওয়ে ব্রিজ এলাকা থেকে ওই যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
নিহত হাফিজুল উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার পুত্র।আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে লোকমুখে খবর পেয়ে গঙ্গাসাগর রেলওয়ে ব্রিজ এলাকা থেকে নিহত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এই ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২০