লাইফ ষ্টাইল ডেস্ক : বর্তমান জীবনযাপনের অন্যতম একটি সমস্যা থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা। গলায় থাকা থাইরয়েড গ্রন্থির মধ্যেই তৈরি হয় গুরুত্বপূর্ণ কিছু হরমোন। শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে গেলে তাকে বলে হাইপোথাইরয়েডিজম ও বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম। সাধারণত মহিলাদের এই রোগ বেশি হলেও পুরুষরাও কম বেশি থাইরয়েড সমস্যায় ভুগে থাকেন। কিন্তু ছোট বাচ্চাদেরও যে থাইরয়েড সমস্যা হতে পারে এটা সাধারণত ধারণার বাইরে।
শিশু থেকে শুরু করে এমনকি নবজাতকের মধ্যে থাইরয়েডের সমস্যা নতুন ঘটনা নয়। আর এই ঘটনার শুরু হয় গর্ভাবস্থাতেই। সন্তানধারণের প্রাথমিক পর্যায়ে ভ্রূণ অবস্থাতেই থাইরয়েড গ্রন্থি তৈরি হওয়া শুরু হয়। কিন্তু অনেক ক্ষেত্রে এই কাজ অসম্পন্ন থাকে। যার ফলে অপরিণতভাবে তৈরি হয় থাইরয়েড গ্রন্থি। ফলে জন্মের পর ওই শিশুর শরীরে পর্যাপ্ত থাইরয়েড নিঃসরণ হয় না।
থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতায় বড়দের অনিদ্রা, ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়াসহ নানারকম সমস্যা দেখা দিলেও শিশুদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। বেশিরভাগ ক্ষেত্রেই বংশানুক্রমিক কারণে এই সমস্যা হয়ে থাকে বাচ্চাদের। এছাড়া আয়োডিনের অভাবেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। কোন কোন ক্ষেত্রে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এটা ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলে, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে।
লক্ষণ
জন্ম থেকে শিশুর থাইরয়েড সমস্যা থাকলে তা শিশুর স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে থাকে। তাই এই রোগের লক্ষণ দেখে রোগ নির্ণয় ও সমস্যার সমাধান খুব জরুরি। কীভাবে বুঝবেন যে আপনার শিশু থাইরয়েড সমস্যায় আক্রান্ত কিনা?
শিশুদের মধ্যেও থাইরয়েডের বেশ লক্ষণ দেখা দেয়। সেগুলো হলো
১. পরিমাণের চেয়ে অতিরিক্ত ঘুম কিংবা খেতে না চাওয়া
২. জন্মের সময় জন্ডিসে আক্রান্ত হওয়ায় অনেক সময় থাইরয়েডের লক্ষণ। এ ছাড়া হাইপো থাইরয়েডের সমস্যা থাকলে জন্ডিসের সমস্যা একটু প্রকট হয়।
৩. হঠাৎ করে বাচ্চার ওজন বেড়ে যাওয়া
৪. অনেক সময় শিশুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।
৫. ঘন ঘন জ্বর হওয়া, জ্বর না থাকলেও কাঁপুনি দেওয়া- এগুলোও অনেক সময় হাইপো থাইরয়েডের লক্ষণ হয়।
৬. শিশুদের চোখ বড় হয়ে যাওয়া।
রোগ নির্ণয় ও সমাধান
এই লক্ষণগুলো মানেই যে বাচ্চার থাইরয়েড সমস্যা রয়েছে তা কিন্তু নয়। তবে লক্ষণগুলো দেখা দিলেও অবহেলা না করাই ভালো। সবসময় সতর্ক থাকা উচিত। তাই এই ধরনের লক্ষণ দেখা দিলে থাইরয়েড পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এ ছাড়া চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ খেলেই অনায়াসে সমস্যা সমাধান করা যায়।
কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৫