বিনোদন ডেস্ক : এ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হলো নতুন এক জুটির। তারা হলেন শান্ত খান ও নিশাত সালওয়া। ‘বুবুজান’র ভূমিকায় আছেন মাহিয়া মাহি। এছাড়াও আরও অভিনয় করেছেন সাবেরী আলম, শিবা শানু, কমল পাটেকর প্রমুখ। মাহিয়া মাহি বলেন, ‘এ ধরনের গল্পে আগে অভিনয় করিনি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখার পর সবাই একটা ভালো কিছু নিয়ে ফিরবেন। সুন্দর একটা মেসেজ আছে সিনেমার গল্পে।’
কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৫