স্পোর্টস ডেস্ক : চমক দেখিয়ে ফাইনাল পর্যন্ত গিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। দেশি খেলোয়াড়দের ওপর নির্ভর করে দলটি যে ফাইনাল পর্যন্ত গিয়েছিল সেটি কৃতিত্ব অধিনায়ক মাশরাফির। তবে ফাইনালটা রাঙাতে পারেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রুদ্ধশ্বাস ম্যাচে সিলেট জিতে গেছে।
মূলত ১৭ তম ওভারে রুবেল হোসেনের বদান্যতায় জয়টা সহজ হয়ে যায় প্রতিপক্ষের। ওই ওভারে ২৩ রান দিয়ে বসেন এই সিমার।
চোটের কারণে এ ম্যাচেও বোলার মাশরাফিকে পায়নি সিলেট। ওপেনিংয়ে ব্যাটিং করেছেন। শেষ ওভারে নিজে সংক্ষিপ্ত রান আপে এসেছিলেন, তবে ততক্ষণে কুমিল্লার জয় শুধুই আনুষ্ঠানিকতা। তার বোলিং না করতে পারাও সিলেটকে ভুগিয়েছে, স্বীকার করেছেন মাশরাফি।
‘আগের দিন ২ ওভার করার পর বুঝেছি চোটে পড়ার শঙ্কা আছে। আজকে উইকেটটা একটু স্টিকি ছিল। বোলিং করতে পারলে সুবিধা হতো।’
কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০০