বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। বুধবার সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি’র অ্যাকটিভি সিটিজেন গ্রুপ আয়েজিত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সনাক সদস্য ডা. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে হাসপাতালের মিলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তত্বাবধায়ক ডা. মো. ওয়াহেদুজ্জামান। টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আবুল কালামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সমন্বয়ক সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা. রানা নুরুস সামস, ডা. ফায়েজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় জানানো হয়, হাসপাতালের সেবার মান নিয়ে তৃণমূল পর্যায় থেকে অনেক অভিযোগ আসে। অ্যাকটিভ সিটিজেন আচ্ছা গ্রুপের সভায় খাবার মান নিয়ে প্রশ্ন উঠে। এছাড়া অ্যাম্বলেন্স সিন্ডিকেট, শয্যা বরাদ্দ না পাওয়াসহ অনেক বিষয়ে অভিযোগ করেন তৃণমূলের মানুষ।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৮