জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে নব যোগদান কৃত ৪২ জন কনস্টেবল (টিআরসি) কে বরন ও ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক পিপিএম। মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি ২০২৩ইং) সকাল ১০ টার দিকে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ৪২ জন নব যোগদান কৃত কনস্টেবল কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেনেন পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম।
এ সময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম নব যোগদান কৃত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে দক্ষ স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে।
জনগণের সেবায় দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে হবে। দেশমাতৃকার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ এর নির্দেশনায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৪৯