বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিক্রেতার ভিড় সামলাতে ব্যস্ত দোকানীরা। আজ যে ভালোবাসা দিবস। তাই ফুলের দোকানে এমন ভিড়। তবে হঠাৎই সবকিছু এলোমেলো। দুই দোকানীকে সাজা দেওয়ার পাশাপাশি জরিমানা করা হলো। নিয়ে যাওয়া হলো সব ফুল। দোকানীদের অপরাধ তারা ফুটপাত দখল করে ফুলের পসরা সাজিয়ে বসেছিলেন, যা আইন সম্মত নয়। যদিও দীর্ঘদিন ধরে ফুটপাতে বসেই তারা ফুল বিক্রি করে আসছিলেন। ভালোবাসা দিবসে এমন আইনী ‘খড়গে’ তারা অনেকটাই বিপাকে পড়ে যান।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্যান্য অভিযানের পাশাপাশি জেলা রেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন ফুটপাতে ফুল নিয়ে বসে থাকা দুই ফুল বিক্রেতাকে সাতদিনের কারাদন্ডসহ এক হাজার টাকা করে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এ অভিযান চালান। কারাদন্ড হওয়া দুই ফুল বিক্রেতা হলেন, পৌর এলাকার কাজীপাড়ার বাসিন্দা উত্তম কর্মকার (৪০) ও মধ্যপাড়ার বাসিন্দা রাজু মালাকার (২২)। প্রত্যেককে সাতদিন করে কারাদন্ডসহ এক হাজার টাকা করে জরিমানার পাশাপাশি অনাদায়ে আরো তিনদিনের কারাদন্ড দেওয়া হয়।
ছোঁয়া নামে একটি ফুলের দোকানের মালিক মোহাম্মদ রনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই এখানে ব্যবসা করে আসছি। ভালোবাসা দিবসের কারণে দোকানে ফুল ছিলো অন্য সময়ের চেয়ে বেশি। আগে জানলে আমি দোকানে এত ফুল তুলতাম না। আমার ৫০-৬০ হাজার টাকা লোকসান হয়েছে।’সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করতে এখানে অভিযান চালানো হয়েছে। কারণ এই ফুটপাতটি দীর্ঘদিন ধরেই ফুল বিক্রেতাদের দখলে রয়েছে। নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। সাম্প্রতিককালে বেশ কয়েকবার অভিযান চালিয়ে তাদেরকে জেল-জরিমানা করা হয়।’
কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৫