স্পোর্টস ডেস্ক : নাগপুর টেস্টে বড় জয় দিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিটা স্বপ্নের মতো শুরু করেছে ভারত। রোহিত শর্মার দলের কাছে পাত্তাই পায়নি প্যাট কামিন্সের দল। ব্যাটিং ব্যর্থতায় মাত্র তিনদিনে শেষ হওয়া টেস্টে ইনিংস ব্যবধানে হেরে গেছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। টেস্টে ভারতের খেলা একমাত্র ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের দলপতি রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে টেস্টে এটাই তার প্রথম সেঞ্চুরি।
এই সেঞ্চুরির মধ্য দিয়ে ভারতের অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব নেই আর কারও। তবে এটিই তার একমাত্র রেকর্ড নয়, রেকর্ড গড়েছেন আরও একটি। যে রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারকে।
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে জয় পাওয়া ম্যাচে ওপেনারদের সেঞ্চুরির হাঁকানোর তালিকায় রোহিত থাকছেন দুই নম্বরে। সেখানেও তার সঙ্গী হিসেবে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ম্যাথু হেইডেন। রোহিতের সমান ৩১ সেঞ্চুরি তারও। তিন ফরম্যাট মিলিয়ে জয় পাওয়া ম্যাচে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারের দখলে। ৩২ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে তিনি। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৪৫