স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো বিস্ময়কর এক চুক্তিতে গত ৩০ ডিসেম্বর যোগ দেন সৌদি প্রো লিগের দল আল নাসরে। বিশ্বকাপের সময় ম্যানচেস্টার ইউনাইটেড তার সঙ্গে চুক্তি ছিন্ন করার পর ইউরোপের বাইরে পা বাড়ান তিনি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো এরই মধ্যে আলোড়ন তুলেছেন সৌদির লিগে। লিগে সবশেষ ম্যাচে একাই করেছেন ৪ গোল।
তবে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি র্যামন ক্যালদেরন মনে করেন, পর্তুগিজ তারকা সঠিক সময়ে ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি দেননি। সর্বকালের অন্যতম এই সেরার বিশ্বের প্রতিযোগিতামূলক লিগগুলোতে আরও কিছু দেওয়ার ছিল। র্যামন ক্যালদেরনই রিয়াল মাদ্রিদের সভাপতি থাকাকালীন সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে বিশ্বরেকর্ড গড়ে রোনালদোকে নিয়ে আসেন।
রোনালদোর ইউরোপ ছেড়ে সৌদির লিগে খেলতে যাওয়াকে অনেকেই বলছেন মেসি-রোনালদো দ্বৈরথের সমাপ্তি হিসেবে। কাতার বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন ৩৫ বছর বয়সী মেসি। এরপর থেকেই জোরেশোরে তার নাম আসছে পেলে-ম্যারাডোনার সঙ্গে সর্বকালের সেরার বিতর্কে। মেসি-রোনালদো দ্বৈরথ নিয়েও নিজের মতামত জানিয়েছেন ক্যালদেরন।
তিনি বলেন, ‘তারা দুজনই ভিন্ন প্রকৃতির খেলোয়াড়, তবে আমি দুজনকেই পছন্দ করি। আমার মনে হয় আমরা সৌভাগ্যবান যে, পোপও ফুটবল পছন্দ করেন। আমরা সৌভাগ্যবান তাদের মতো খেলোয়াড়দের পেয়ে, যারা একই সময়ে ভিন্ন ভিন্ন দলে খেলেছে। এটা তাদের জন্য এবং তারা যে ক্লাবগুলোর হয়ে খেলেছে, তাদের সবার জন্যই দারুণ ঘটনা। অবিশ্বাস্য খেলোয়াড় তারা, চলুন প্রার্থনা করি, যেন পরবর্তী সময়ে তাদের মতো আরও অনেক খেলোয়াড় আসে।’
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০০