বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্ত:নগর কালনী এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি এবং টিকিট কালোবাজারি প্রতিরোধের দাবিতে শনিবার সকালে মানববন্ধন পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নব সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের চলমান কমিটির সদস্য সচিব জাবেদ রহিম বিজন, কবি দেওয়ান মারুফ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের চলমান কমিটির সহ-সভাপতি ইব্রাহিম খান সাহাদাত, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, নোঙর জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শাহিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী প্রমুখ।
এ সময় বক্তারা জানান, দেশের লাভজনক স্টেশনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া অন্যতম। প্রতিদিন এ ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েক হাজার মানুষ দেশের বিভিন্ন স্থানে ট্রেনে যাতায়াত করে থাকেন। এখানে যাত্রী সংখ্যা বাড়লেও ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। অবিলম্বে টিকিট কালোবাজারি বন্ধ করা এবং সকল আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধিসহ ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশনে কালনী এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দেওয়ার দাবি জানান বক্তারা।