মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : বেসরকারি টেলিভিশন সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার এবং পুলিশি হয়রানীর প্রতিবাদে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হিলি চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলাসহ আশেপাশের উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, সচেতন মহলকে নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা মামলার প্রতিবাদে সারা দেশের সাংবাদিক সমাজ ফুঁসে উঠে। তারই অংশ হিসেবে সারা দেশের ন্যায় হিলিতে স্থানীয় সাংবাদিক এবং সচেতন মহল প্রতিবাদ সভা ও মানববন্ধন করছি। আজ এই মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সচেতন মহল তাদের বক্তব্যে দুর্ণীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। মামলা প্রত্যাহার এবং সময়টিভির বার্তা প্রধান মুজতবা দানিশকে পুলিশি হয়রানী অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়নারী বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল সহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরিক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ উঠে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে সংবাদ প্রচার করে দেশের বেসরকারি টেলিভিশন সময় টিভি। তবে শাক দিয়ে মাছ ঢাকা এবং সাংবাদিকদের মুখ বন্ধ করার চেষ্টা করে অভিযুক্ত ওই উপ-পরিক্ষা নিয়ন্ত্রক। তারই জেরে একই বছর সাইবার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলা করেন তিনি।
কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪৮